দিবসে ও রাতে নবী করীম (সাঃ) এর মাফী কামনা
দিবসে ও রাতে নবী করীম (সাঃ) এর মাফী কামনাঃ
হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। (তিনি বলেন) আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছি, আল্লাহ্র কসম, আমি দিবসে ও রাতে আল্লাহ্ তা’আলার নিকট সত্তরবারের অধিক ক্ষমা প্রার্থনা করে থাকি। (সহিহ্ বুখারী হাদিস নং ৫৮৬৫)
তওবা করাঃ
হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) দু’টি হাদীস বর্ণনা করেছেন, একটি নবী করীম (সাঃ) হতে এবং অন্যটি নিজ হতে মু’মিন ব্যক্তি স্বীয় গুনাহ সমূহকে এভাবে দেখে, যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে এবং সে (সর্বদা) এ আশঙ্কা করছে যে, পাহাড়টি এখনই তার উপর ধসে পড়বে আর বদকার ও পাপী ব্যক্তি তার গুনাহ সমূহে মক্ষিকার মত ভাবে, যেন মক্ষিকা তার নাকের উপর পড়ল, আর সে তা এভাবে (হাত দিয়ে) তাড়িয়ে দিল। অতঃপর আবু শিহাব নিজের নাসিকার উপর হাত দিয়ে দেখিয়ে বর্ণনা করেছেন। িএরপর আবদুল্লাহ্ (রাঃ) নবী করীম (সাঃ) হতে বর্ণিত হাদীসটি বলেছেন, বান্দা তওবাহ করলে অবশ্যই আল্লাহ্ তা’আলা সে লোকটির তুলনায়ও বেশি আনন্দিত হন, যে লোক কোন স্থানে অবতরণ করলো, সেখানে তার প্রাণের ভয়ও আছে। তার সাথে বাহন জন্তুও আছে, বাহন জন্তুর পিঠে তার খাদ্য ও পানীয়ও রয়েছে। সেখানে ক্লান্তিবশতঃ সে মাটিতে রেখেই ঘুমিয়ে পড়ল। তারপর সে জেগে দেখলো, তার বাহন জন্তুটি দেখা যাচ্ছে না। শেষপর্যন্তু সে অধি গরমে এবং তুষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। তখন সে নিজে নিজে বলল, আমি আমার পূর্বস্থানে প্রত্যাগমন করি না কেন? তারপর সে ফিরে গিয়ে পূর্বের স্থানেই শুয়ে পড়লো। কিছুক্ষণ নিদ্রা যাওয়ার পর মাথা তুলেই দেখল, তার বাহন জন্তুটি তার নিকটই দাঁড়িয়ে আছে। উক্ত অবস্থায় পতিত একটি লোক নিজের সবকিছু হারিয়ে পুনরায় তা ফিরে পেলে সে যত আনন্দিত হয়, অাল্লাহ্র কোন বান্দা গুনাহ করে তওবা হ করলে আল্লাহ্ তা’আলা তদপেক্ষাও বেশি আনন্দিত হন)। (সহিহ বুখারী হাদিস নং ৫৮৬৬)
হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ তা’আলা তার বান্দার তওবায় সে লোক অপেক্ষাও বেশি আনন্দিত হন। যে লোক বন-প্রান্তরে তার উট হারিয়ে আবার তা ফিরে পায়। (সহিহ বুখারী হাদিস নং ৫৮৬৭)
No comments