প্রত্যেক নবীর একটি দোয়া মকবুল হয়



প্রত্যেক নবীর একটি দোয়া মকবুল হয়ঃ
মহান আল্লাহর বাণীঃ “তোমরা আমার নিকট প্রার্থনা কর, আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর। যারা আমার ইবাদত থেকে দম্ভভরে মুখ ফিরিয়ে যে, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে”-(সূরা আল-মু’মিনঃ ৬০)
(সহীহ্‌ বুখারী শরীফ ৫৮৬৩) হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, প্রত্যেক নবীরই একটি দোয়া রয়েছে- যা তিনি করেন (এবং এটা কবূল হয়ে থাকে)। আমি চাই আমার দোয়াটি পরকালে আমার উম্মতের শাফায়াতের জন্য সংরক্ষিত থাকুক। অন্য একসূত্রে আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সাঃ)  বলেছেন, প্রত্যেক নবীই নিজ নিজ চাইবার বস্তু চেয়ে নিয়েছেন এবং তা কবূল হয়ে গিয়েছে; কিন্তু আমি আমার দোয়াটি কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছি।
অনুচ্ছেদঃ সর্বোত্তম ইসতিগফার (ক্ষমা প্রার্থনা) আল্লাহ্ তাআলার বাণীঃ
“তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। নিশ্চয় তিনি ক্ষমাকারী। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে সমৃদ্ধ করবেন এবং বানাবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী-নালা”-(সূরা নূহঃ-১০-১২)
“(এবং মুত্তাকী তারাই) যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজের প্রতি যুলুম করে থাকলে আল্লাহকে স্মরণ করে এবং নিজদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে”-(সূরা আলে ইমরানঃ১৩৫)

No comments

Powered by Blogger.