সর্বাপেক্ষা উত্তম ক্ষমা কামনা
সর্বাপেক্ষা উত্তম ক্ষমা কামনাঃ
হযরত শাদ্দাম ইবনে আওস (রাঃ) থেকে বর্ণিত। নবী করীম (সাঃ) বলেছেন, সাইয়্যিদুল ইসতিগফার হল বান্দার এরুপ বলাঃ “আল্লাহুম্মা আন্তা রাব্বী লা-ইলাহা ইল্লা-আন্তা খালাক্বতানী ওয়া আনা ‘অবদুকা ওয়া আনা আলা-আহদিকা ওয়া ওয়া’দিকা মাস্তাত্বোয়া’তু আউযুবিকা মিন শাররি মা-ছনা’তু আবুউ লাকা বিনি’মাতিকা ‘আলাইয়্যা ওয়া আবুউ লাকা বিযাম্বী ইগফির্লী ফাইন্নাহু লা-ইয়াগ্ফিরুয্যুনূবা ইল্লা-আন্তা”
(অর্থাৎ হে আল্লাহ্! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া আর কোন ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার সাথে কৃত ওয়াদা-অঙ্গিকারের উপর দৃঢ় থকাবো। আমার কৃতকর্মের কুফল ওঅশুভ পরিণাম হতে তোমার নিকট আশ্রয় চাই। তুমি আমাকে যে সকল নিয়ামত দিয়েছ, আমি সেই সকল নিয়ামতের কথা স্বীকার করছি এবং আমার গুণাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ কর। কেননা, তুমি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই। নবী করী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এ কথাগুলো দিনের বেলায় নিশ্চয়তার সাথে বলে এবং সন্ধ্যা হওয়ার পূর্বে সেই দিনই মারা যায় সে জান্নাতবাসী। আর যে ব্যক্তি তা রাতের বেলায় আন্তরিকতার সাথে বলে এবং সকাল হওয়ার পূর্বেই মারা যায় সেও জান্নাতবাসী। আমিন (সহিহ্ বুখারী হাদিস নং ৫৮৬৪)
No comments