বিষয়টিকে এরূপভাবে উত্থোপন করা যেতে পারে:পুরুষ প্রেম-ভালবাসার মুখাপেক্ষীসকল মানুষই বন্ধুত্ব ও প্রেম-ভালবাসার পিপাসী এবং অন্যদের প্রেমিক হতে পছন্দ করেন। মানুষের অন্তর প্রেম-ভালবাসা দ্বারা জীবিত রয়েছে। যিনি অন্যদের প্রেমিক নন বলে জানেন, তিনি নিজেকে নিঃসঙ্গ ও একা গণ্য করেন এবং সর্বদাই বিবর্ণ ও বিষাদগ্রস্ত থাকেন।হে সম্মানিত নারী! আপনার স্বামীও এই সহজাত অনুভূতি হতে খালি নন। তিনিও প্রেম ও ভালবাসার পিপাসী। বিবাহের পূর্বে, তিনি পিতা-মাতার নিখুঁত প্রেম-ভালবাসা পেতেন; কিন্তু যখন থেকে আপনারা দাম্পত্যের চুক্তি স্বাক্ষর করেছেন, তখন থেকে তিনি নিজেকে আপনার অধিনস্ত করেছেন এবং তাদের প্রেম-ভালবাসা আপনার পক্ষ থেকেও পাবার আশা করেন। আরও আশা করেন যে, আপনি তাকে অন্তরের অন্তস্থল থেকে ভালবাসবেন। সবার থেকে ভালবাসার সংযোগ কেটে দিয়ে আপনার সঙ্গে সংযুক্ত করেছেন এবং আশা করেন যে, আপনি একাই, সবার ভালবাসার সমপরিমাণ তাকে ভালবাসা দিবেন। তিনি রাত-দিন ধরে আপনার প্রশান্তি ও সুযোগ-সুবিধার জন্যে কষ্ট করছেন এবং স্বীয় কষ্টের ফলাফলকে আপনার হাতে তুলে দিচ্ছেন। তিনি আপনার জীবনের অংশীদার এবং আপনার স্থায়ী সহচর ও প্রকৃত সমব্যথী। এমনকি আপনার পিতা-মাতার চেয়েও বেশি তিনি আপনার সৌভাগ্য ও আনন্দের প্রতি সজাগ। তার মূল্য অনুধাবন করবেন এবং অন্তরের অন্তস্থল থেকে তাকে ভালবাসবেন! যদি আপনি তাকে ভালবাসেন, তাহলে তিনিও আপনাকে ভালবাসবেন। কারণ প্রেম-ভালবাসা একটি দ্বিপাক্ষিক সংযোগ এবং দয়া ও ভালবাসা প্রকাশ প্রকৃতপক্ষে একটি অলৌকিক বিষয়।প্রেম-ভালবাসা যদি দ্বিপাক্ষিক হয়, তাহলে দাম্পত্যের ভিত্তি সুদৃঢ় হবে এবং পৃথক হওয়ার ভয়ও দূরিভূত হবে।এ বলে গর্বিত হবেন না যে, আমার স্বামী এক দৃষ্টিতেই আমার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এবং তার ভালবাসা সর্বদাই অটুট থাকবে। কেননা, যে ভালবাসা এক দৃষ্টিতেই সৃষ্টি হয়, তা মোটেই স্থায়ী হয় না। যদি তার ভালবাসাকে অটুট রাখতে চান, তাহলে স্থায়ী প্রেম-ভালবাসা দ্বারা সেটিকে নিজের জন্যে সংরক্ষণ করেন। আপনি যদি আপনার স্বামীকৈ ভালবাসেন, তাহলে সর্বদাই তার অন্তর সজীব ও তরতাজা থাকবে, আয়-উপার্জনে তিনি সদা তৎপর থাকবেন এবং জীবনের প্রতি আগ্রহী ও সকল কাজকামে কৃতকার্য হবেন। তিনি যদি জানেন যে, তিনি প্রকৃতপক্ষে স্বীয় স্ত্রীর প্রেমিক, তাহলে তিনি নিজ পরিবারের সৌভাগ্য ও সুযোগ-সুবিধা যোগানোর জন্যে আপ্রাণ চেষ্টা ও আত্মত্যাগ করবেন। যে পুরুষ প্রেম-ভালবাসায় ঘাটতি অনুভব করবেন না, তিনি খুব কমই আত্মিক রোগ-ব্যধী ও স্নায়ুবিক দুর্বলতার সম্মুখীন হবেন।হে সম্মানিত নারী! আপনার স্বামী যদি জানতে পারেন যে, আপনি তাকে ভালবাসেন না, তাহলে তিনি আপনার উপর থেকে হতোদ্যম হয়ে যাবেন, জীবন ও আয়-উপার্জনের প্রতি বিরাগভাজন হয়ে উঠবেন, মানসিক পীড়া ও রোগ-ব্যধীতে আক্রান্ত হয়ে উঠবেন, গৃহ ও পরিবার হতে পলায়ন করতঃ জীবন ময়দানে দিশেহারা হয়ে উঠবেন। হতে পারে, নিরুপায় হয়ে পাপাচারের আড্ডাখানায়ও আশ্রয় নিতে পারেন। এরূপ ব্যক্তিই নিজে নিজে এ বলে চিন্তা করতে পারেন যে, কেন আমি কষ্ট করব এবং আমার কষ্টার্জিত ফলকে এমন লোকদের হাতে প্রদান করব যারা আমাকে ভালবাসে না? শ্রেয়তর হবে, বিলাসিতা ও মুক্ত জীবনের অনুসন্ধান করব এবং আমার নিজের জন্যে প্রকৃত বন্ধু-বান্ধব খুঁজব।হে সম্মানিত নারী! ভালবাসার সূত্রকে আপনার স্বামীর কাঁধে অর্পণ করুন এবং এর মাধ্যমে তাকে গৃহ ও পরিবারের দিকে আকর্ষণ করুন! সম্ভবতঃ আপনি আপনার স্বামীকে আন্তরিকভাবে ভালবাসেন; কিন্তু এতটুকুই যথেষ্ট নয়। বরং তা ভাষায় ব্যক্ত করুন এবং আরও শ্রেয়তর হবে যে, আপনার আচার-ব্যবহার, কথাবার্তা ও চলাফেরায় প্রেম ও অনুরাগের ছাপ যেন প্রকাশ পায়। কখনও কখনও এ কথা বলতে কি সমস্যা আছে যে, ‘হে প্রিয়তম! প্রকৃতপক্ষেই আমি তোমাকে ভালবাসি?’ কিংবা, তিনি কোনো প্রবাস হতে আগমন করলে, তাকে আপনি নতুন পোশাক অথবা ফুলের তোড়া উপহার দেন এবং বলেন: ‘তোমার আগমন করাতে কতই না ভাল হল, আমার অন্তর তোমার জন্যে উদ্বেলিত হয়ে উঠেছিল।’ তার প্রবাস অবস্থায়, তাকে আপনি পত্র লিখেন এবং তার দূরুত্ব ও পৃথক হওয়াকে কেন্দ্র করে আপনার অন্তরের বেদনা জানান। যদি সাধারণ অবস্থার চেয়ে বিলম্বে আগমন করেন, তাহলে আপনি প্রকাশ করেন: ‘তোমার আসার অপেক্ষায় ছিলাম এবং তোমার আসতে বিলম্ব হওয়ার কারণে আমি চিন্তিত ছিলাম।’তার অনুপস্থিতিতে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের নিকট তার প্রশংসা করুন! আর যদি কেউ, তার সম্পর্কে বদনাম করতে চায়, তাহলে আপনি আপনার স্বামীর পক্ষ্যে প্রতিরক্ষা করুন! আপনি যতই বেশি তার প্রতি প্রেম-ভালবাসা ও অনুরাগ প্রকাশ করবেন, তিনি ততই বেশি আপনার প্রতি অনুরাগী হয়ে উঠবেন এবং তার ফলে, আপনাদের দাম্পত্য জীবনের সংযোগ দৃঢ়তর হবে, আর আপনি একটি সৌভাগ্যবান পরিবার লাভ করবেন।সেক্সপিয়ার বলেন: ‘নারীর যে জিনিসটি আমার হৃদয়কে বশীভূত করে তা হচ্ছে তার অনুগ্রহ ও স্নেহ, না তার বায্যিক সৌন্দর্য। আমি সেই নারীকে অধিকতর ভালবাসি যে অধিকতর অনুগ্রহ ও স্নেহশীল।’মহান আল্লাহ কুরআনুল করিমে, স্বামী-স্ত্রীর মধ্যে বিদ্যমান প্রেম ও অনুরাগের প্রতি ইঙ্গিত করেছেন এবং সেটিকে স্বীয় শক্তিমত্তার অন্যতম নিদর্শন গণ্য করেছেন: ‘আল্লাহর অন্যতম নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের শ্রেণী হতে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের সঙ্গে অন্তরঙ্গ হতে পার; আর তোমাদের মাঝে প্রেম ও ভালবাসা স্থাপন করেছেন...।হজরত ইমাম রেজা [আ.] বলেন: ‘অনেক নারী তাদের স্বামীদের জন্যে সর্বোত্তম গনিমত, তারা সেসব নারী যারা তাদের স্বামীর প্রতি প্রেম-ভালবাসা ও অনুরাগ প্রকাশ করেন।’রসুল আকরাম [সা.] বলেন: ‘তোমাদের মাঝে সর্বোত্তম নারী তারাই যারা প্রেম-ভালবাসা ও অনুরাগের অধিকারিনী।’ইমাম সাদেকও [আ.] বলেন: ‘তুমি কাউকে ভালবাসলে, তাকে তা অবহিত কর!’
No comments